সিলেট ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, মে ৪, ২০২২
জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ০৪ মে ২০২২ : রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক ও নিরাপত্তা কমিটির (পিএসসি) সাথে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বয়কট করবে। কূটনীতিকরা বলেছেন, মস্কো ও তার জাতিসংঘ অংশীদারদের মধ্যে সম্পর্কের অবনতির আরও একটি লক্ষণ এটি।
মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক একটি রুশ কূটনৈতিক সূত্র জানায়, মস্কোর সিদ্ধান্ত ইউক্রেনের পরিস্থিতির সঙ্গে যুক্ত।
একজন পশ্চিমা কূটনীতিক এএফপিকে বলেছেন , ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকে রাশিয়া নিরাপত্তা পরিষদের বৈঠক বয়কট করেছে বলে তাদের মনে পড়ে না।
রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে মস্কো এবং জাতিসংঘের অন্যান্য দেশের মধ্যে সম্পর্কের দ্রুত অবনতি হয়েছে।
রাশিয়া নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের মধ্যে একটি। দেশটি মানবাধিকার কাউন্সিলসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে বহিষ্কৃত হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে, জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড, বলেছেন কাউন্সিল স্বাভাবিকভাবে কাজ করছে।
তিনি বলেন, কাউন্সিল ফেব্রুয়ারির শেষ থেকে “রাশিয়াকে বিচ্ছিন্ন” করতে “অসাধারণভাবে সফল” হয়েছে।
তিনি আরো বলেন, এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। আমরা সাধারণ পরিষদে রাশিয়ার নিন্দাকারী কণ্ঠস্বরকে একত্রিত করতে সফল হয়েছি, কিন্তু এটি ঘটেছে কারণ নিরাপত্তা পরিষদে এর পক্ষে অনেক সমর্থন ছিল। টমাস-গ্রিনফিল্ড বলেন, রাশিয়া কাউন্সিলে তার ভেটো ক্ষমতার কারণে ফেব্রুয়ারির শেষের দিকে নিন্দা থেকে রক্ষা পেয়েছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D