সিলেট ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, মে ৪, ২০২২
কামাল আতাতুর্ক মিসেল | কুমিল্লা (দক্ষিণ), ০৪ মে ২০২২ : কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায় এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।
বিভিন্ন ইউনিয়ন পরিশর্দন করে দেখা যায়, গত বছরের চেয়ে এ বছর প্রচুর পরিমাণ জমিতে বোরো ধান চাষ করেছে কৃষকেরা। দিশাবন্দ গ্রামের প্রবীন কৃষক মো. আব্দুল মজিদ বলেন, আমি গত কয়েক বছরের চেয়ে এবছর বেশি জমিতে বোরো ধান রোপণ করেছি। আমার তিন একর জমিতে প্রায় ৩০০ মণ ধান হবে আশা করি। বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষকদের প্রতি নজর দিয়েছে। তাই কৃষকরা ধান চাষের প্রতি গুরুত্ব দিয়েছে। আল্লাহ যদি আমার এ ফসলি জমি হেফাজত করে। আগামীতে আরো বেশি করে বোরো ধানের চাষ করবো ইনশাআল্লাহ।
লৎসর গ্রামের অপর কৃষক কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষিকে ভালবাসি বলে, এবছর আমি দুই একর জমিতে বোরো ধান চাষ করেছি। আশা করি ভাল লাভবান হবো। সরকার এখন ধানের মূল্য নির্ধারণ করেছে যার কারণে কৃষকেরা এখন কৃষির উপর অনেক গুরুত্ব দিচ্ছে।
সরসপুর ইউনিয়ন মনিরুজ্জামানের ছেলে তরুণ কৃষক জাকির হোসেন বলেন, বাংলাদেশের মানুষ একমাত্র একটি ফসলের উপর গুরুত্ব দিয়ে থাকে সেটা হল বোরো ধানের চাষ। প্রতি বছর মতো এবছর অনেক বেশি বোরো ধানের চাষ করেছি। আমার ৫ একর জমিতে ৬০০ মণ ধান হবে বলে আশাকরি।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার সুজন কুমার ভৌমিক জানান, ২০২০-২০২১ অর্থ বছরে উপজেলার কৃষি প্রণোদনা ও পূর্নবাসন কর্মসূচির আওতায় ৩ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ দিয়েছি। আশা করি আমাদের পরামর্শ অনুযায়ী কৃষক এরা হাইব্রিড বোরো ধানের চাষাবাদ করলে অনেক লাভবান হবেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D