সিলেট ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, মে ১০, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১০ মে ২০২২ : সম্প্রতি ইউনিভার্সিটি অব ইলিনয়েস শিকাগো (ইউআইসি) এর হেলথ রিসার্চ অ্যান্ড পলিসি ইনস্টিটিউটের অধীনে টোব্যাকোনমিকস (Tobacconomics) ইন্টারন্যাশনাল সিগারেট ট্যাক্স স্কোরকার্ড ২০২১ প্রকাশ করেছে। বিশ্বের ১৬০টি দেশের সিগারেট করনীতির কার্যকারিতা মূল্যায়ন করে এই স্কোর কার্ড তৈরি করা হয়। এটি ২য় প্রতিবেদন। এই প্রতিবেদনের বাংলাদেশ বিষয়ক ফলাফল তুলে ধরতে গবেষণা ও তামাকবিরোধী অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আগামীকাল বুধবার (১১ মে ২০২২) সকাল ১০টায় একটি ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন করেছে। এই আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেছে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং জাতীয় তামাকবিরোধী মঞ্চের আহ্বায়ক ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্স (সিটিএফকে) এর সাউথ এশিয়া প্রোগ্রামের রিজিওনাল ডিরেক্টর বন্দনা শাহ।
অনুষ্ঠানে সিগারেট ট্যাক্স স্কোরকার্ডের ফলাফল তুলে ধরবেন টোব্যাকোনমিকস টিমের অন্যতম সদস্য আমেরিকান ক্যানসার সোসাইটির সিনিয়র সাইন্টিফিকডিরেক্টর, টোব্যাকো কন্ট্রোল রিসার্চ ড. নিগার নার্গিস এবং বাংলাদেশে তামাক কর ও মূল্য পদক্ষেপ বাস্তবায়নে কোম্পানির হস্তক্ষেপ বিষয়ক উপস্থাপনা তুলে ধরবেন প্রজ্ঞা’র হেড অব টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রাম মো. হাসান শাহরিয়ার।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ভাইটাল স্ট্র্যাটেজিস, দি ইউনিয়নসহ বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ।
মো. মোস্তাফিজুর রহমান, লিড পলিসি অ্যাডভাইজার, সিটিএফকে- বাংলাদেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D