তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নসহ ৬দফা দাবীতে তিস্তা কনভেনশন কাল

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২২

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নসহ ৬দফা দাবীতে তিস্তা কনভেনশন কাল

নিজস্ব প্রতিবেদক | লালমনিরহাট, ১৩ মে ২০২২ : তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও। তিস্তা নদীকে বাঁচাতে, বৈষম্য রোধ ও ভাঙন ঠেকাতে, তিস্তা চুক্তি সই, বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নসহ ৬দফা দাবীতে তিস্তা কনভেনশন কাল।

অাগামীকাল শনিবার (১৪ মে ২০২২) সকাল ১১টায় লালমনিরহাটের তিস্তা সড়কসেতু সংলগ্ন তিস্তা ডিগ্রী কলেজ মাঠে এ কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে।
তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে অায়োজিত এ কনভেনশনে বক্তব্য রাখবেন বিশিষ্ট রাজনীতিক ও জনপ্রতিনিধিরাসহ অামন্ত্রিত অতিথিবৃন্দ।
স্বাগত বক্তব্য দেবেন তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান।
সভাপতিত্ব করবেন তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি কমরেড নজরুল ইসলাম হক্কানী।

তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও। তিস্তা নদীকে বাঁচাতে, বৈষম্য রোধ ও ভাঙন ঠেকাতে, তিস্তা চুক্তি সই, বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নসহ ৬দফা দাবীতে অাগামীকাল শনিবার (১৪ মে ২০২২) সকাল ১১টায় লালমনিরহাটের তিস্তা সড়কসেতু সংলগ্ন তিস্তা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিতব্য তিস্তা কনভেনশন সফল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ জনগণের প্রতি উদাত্ত অাহবান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ