বৈষম্য ও দারিদ্র্যতা কমিয়ে অানতেই তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন চাই: সংবাদ সম্মেলনে হক্কানী

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২২

বৈষম্য ও দারিদ্র্যতা কমিয়ে অানতেই তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন চাই: সংবাদ সম্মেলনে হক্কানী

নিজস্ব প্রতিবেদক | রংপুর, ১৩ মে ২০২২ : “দেশে চলমান তিন লাখ কোটি টাকার মেগাপ্রকল্প চললেও রংপুর বিভাগের জন্য কোনো মেগা প্রকল্প নাই। সরকার আট হাজার পাঁচ শত কোটি টাকা ব্যয়ে তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ করলেও তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে নাই। তিস্তা ভাঙন-বন্যায় প্রতিবছর যে পরিমান ক্ষতি হয় তার পরিমাণ নিঃসন্দেহে সাড়ে আট হাজার কোটি টাকার বহুগুণ বেশি। রংপুরের সাথে সারাদেশের বৈষম্য কমিয়ে আনার জন্য তিস্তা নদীর এই প্রকল্প বাস্তবায়নের বিকল্প নাই।”
আজ শুক্রবার (১৩ মে ২০২২) সকাল সাড়ে ১১টায় রংপুরে বর্ণসজ্জা প্রেসে অায়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী এসব কথা বলেন।
লালমনিরহাটের তিস্তা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিতব্য তিস্তা কনভেনশন উপলক্ষে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে অারও উপস্থিত ছিলেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, স্টান্ডিং কমিটির সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ।

বক্তব্যে বলা হয়, সারাদেশে যখন গড় দারিদ্র কমে তখন রংপুর বিভাগের গড় দারিদ্র বৃদ্ধি পাচ্ছে। ২০১১ ও ২০১৭ সালের পরিসংখ্যান তাই বলে। সারাদেশে যখন গড় দারিদ্র ২০ শতাংশ, রংপুরের গড় দারিদ্র তখন ৪০ শতাংশের বেশি। এই অবস্থা থেকে উত্তরনের জন্য ২০২২- ২০২৩ অর্থবছরের বাজেটে তিস্তা খননের বাজেট বরাদ্দ চাই।

তিস্তা কনভেনশনের সংবাদ গণমাধ্যমে তুলে ধরে আন্দোলনকে ফলপ্রসু করার সহায়ক ভূমিকা রাখার আহবান জানান।

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নসহ ৬দফা দাবীতে তিস্তা কনভেনশন কাল

তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও। তিস্তা নদীকে বাঁচাতে, বৈষম্য রোধ ও ভাঙন ঠেকাতে, তিস্তা চুক্তি সই, বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নসহ ৬দফা দাবীতে তিস্তা কনভেনশন কাল।

অাগামীকাল শনিবার (১৪ মে ২০২২) সকাল ১১টায় লালমনিরহাটের তিস্তা সড়কসেতু সংলগ্ন তিস্তা ডিগ্রী কলেজ মাঠে এ কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে।
তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে অায়োজিত এ কনভেনশনে বক্তব্য রাখবেন বিশিষ্ট রাজনীতিক ও জনপ্রতিনিধিরাসহ অামন্ত্রিত অতিথিবৃন্দ।
স্বাগত বক্তব্য দেবেন তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান।
সভাপতিত্ব করবেন তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি কমরেড নজরুল ইসলাম হক্কানী।

তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও। তিস্তা নদীকে বাঁচাতে, বৈষম্য রোধ ও ভাঙন ঠেকাতে, তিস্তা চুক্তি সই, বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নসহ ৬দফা দাবীতে অাগামীকাল শনিবার (১৪ মে ২০২২) সকাল ১১টায় লালমনিরহাটের তিস্তা সড়কসেতু সংলগ্ন তিস্তা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিতব্য তিস্তা কনভেনশন সফল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ জনগণের প্রতি উদাত্ত অাহবান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।