শ্রীমঙ্গলে শাহ অাছকর অালী এন্ড শামসুন্নাহার বেগম ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২২

শ্রীমঙ্গলে শাহ অাছকর অালী এন্ড শামসুন্নাহার বেগম ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৪ মে ২০২২ : অদ্য শনিবার (১৪ মে ২০২২) সকাল ১০টায় শ্রীমঙ্গলে অাছকর অালী এন্ড শামসুন্নাহার বেগম ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী এক ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গলের ইসবপুরস্থ শাহ মো: অাছকর অালী বহুমুখী মাদ্রাসা, শামসুন্নাহার বেগম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন মাঠে চক্ষু চিকিৎসা সংক্রান্ত বিনামূল্যে প্রাথমিক পরামর্শ ও সেবা প্রদানের নিমিত্তে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরটি উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
অাছকর অালী এন্ড শামসুন্নাহার বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও অামেরিকান প্রবাসী মো: সাজ্জাদ অালীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জালালাবাদ চক্ষু হাসপাতালের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা: এম এ মতিন, শাহ মো: অাছকর অালী বহুমুখী মাদ্রাসা ও শামসুন্নাহার বেগম হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মো: হোসেন অালী।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান; শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন অাহমেদ, দৈনিক জবাবদিহি পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শামসুল ইসলাম শামীম, দৈনিক প্রতিদিনের সংবাদ-এর প্রতিনিধি এম এ শুক্কুর, দৈনিক খোলাচিঠির বার্তা সম্পাদক নান্টু রায় ও দৈনিক তৃতীয়মাত্রার শ্রীমঙ্গল প্রতিনিধি রূপক দত্ত, শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার এম এ মনির ও বর্তমান মেম্বার মো: শাহজাহান মিয়া প্রমূখ।

সিলেটের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা: এম এ মতিনের নেতৃত্বে জালালাবাদ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ দল দিনব্যাপী এ চক্ষু শিবির পরিচালনা করা হয়।


সার্বিক সহযোগিতায় – জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির প্রকল্প ‘জালালাবাদ চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ।

এ সংক্রান্ত আরও সংবাদ