সিলেট ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, মে ১৫, ২০২২
লক্ষ্মীপুর, ১৫ মে ২০২২ : লক্ষ্মীপুর জেলায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে তিনদিন ব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
অাজ রবিবার (১৫ মে ২০২২) সকালে লক্ষ্মীপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন, ইউল্যাবের গণমাধ্যম অধ্যায়ন ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. জামিল খান, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।
প্রশিক্ষণে বিভিন্ন মিডিয়া জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, মানুষের তথ্য চাওয়ার অধিকার বেড়েছে। টিভি ও প্রিন্ট পত্রিকায় মানুষের আগ্রহ কমছে। হয়তো একসময় টিভি ও প্রিন্ট পত্রিকা থাকবে না। তবে তথ্য চাওয়ার আগ্রহ মানুষের কখনো কমবে না। এতে মোবাইল সাংবাদিকতার (মোজো) চাহিদাও বাড়ছে। প্রতিযোগী গণমাধ্যম পৃথিবীতে মোবাইল সাংবাদিকতার গুরুত্ব বেড়ে চলেছে। সাংবাদিকদের মোবাইল সাংবাদিকতায় চর্চা বাড়াতে হবে। সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনার এলাকার পরিবেশ পরিবর্তনে ভূমিকা রাখবে। নতুন শব্দভান্ডার, তথ্য উপস্থাপনের মাধ্যমে সংবাদ পরিবেশন করতে হবে। তবে প্রত্যেকটি সংবাদ তথ্যবহুল হতে হবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D