সিলেট ৩০শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, মে ২২, ২০২২
সংসদ ভবন | ঢাকা, ২২ মে ২০২২ : “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে টেকসই মাই কনস্টিটিউয়েন্সি অ্যাপটি কার্যকরী ভূমিকা রাখতে পারে।”
আজ রবিবার (২২ মে ২০২২) সংসদ ভবনের শপথ কক্ষে ‘মাই কনস্টিটিউয়েন্সি’ ডাটা প্লাটফর্মের এডভাইজরি গ্রুপের প্রথম সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ কথা বলেন।
তিনি বলেন, ইউএনডিপি’র কারিগরি সহায়তায় বাংলাদেশ সরকারের বাস্তবায়নাধীন সংসদ সদস্যদের এলাকাভিত্তিক ‘মাই কনস্টিটিউয়েন্সি’ অ্যাপটির মাধ্যমে সকলে উপকৃত হবে। অ্যাপের মাধ্যমে সংসদ সদস্যগণ গুরুত্বপূর্ণ তথ্যাদি পাবেন। শিক্ষা, স্বাস্থ্য, পানি, দারিদ্র্য হ্রাস, বিদ্যুৎ সুবিধা, কৃষি, শিশুমৃত্যু হ্রাস, মাতৃমৃত্যু হ্রাস, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ইত্যাদি মৌলিক খাতসমূহের তথ্যাদি এতে এলাকাভিত্তিক সন্নিবেশিত থাকবে। এডভাইজরি গ্রুপ এ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে সহায়তা করবেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও দেশের সকল অঞ্চলের সুষম উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে সংসদ সদস্যগণকে সম্পৃক্ত হতে হবে। যথাযথ ব্যবহারের মাধ্যমে ‘মাই কনস্টিটিউয়েন্সি’ অ্যাপটিকে জনপ্রিয় করে তুললে এটি এলাকাভিত্তিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।
‘মাই কনস্টিটিউয়েন্সি’ অ্যাপটির এডভাইজরি গ্রুপের আহ্বায়ক ড. মো. আব্দুস শহীদ এমপি’র সভাপতিত্বে ও সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে তানভীর ইমাম এমপি, নারায়ণ চন্দ্র চন্দ এমপি, আ ফ ম রুহুল হক এমপি, আনোয়রুল আবেদীন খান এমপি, এস এম শাহজাদা এমপি, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি, প্রাণ গোপাল দত্ত এমপি প্রমুখ বক্তব্য রাখেন।
রাদওয়ান মুজিব সিদ্দিক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
ইউএনডিপি কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এছাড়া, ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ ভান নায়েন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D