সিলেট ৩০শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২২
ওয়াশিংটন (অামেরিকা), ০৬ জুন ২০২২ : আমেরিকান রকব্যান্ড বন জভির প্রতিষ্ঠাতা সদস্য এবং বেসবাদক অ্যালেক জন সুচ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।
রক ব্যান্ডের একজন মুখপাত্র রোববার (৫ জুন ২০২২) এ ঘোষণা দেন। তবে এ ঘোষণায় তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা হয়নি।
অ্যলেক জন ১৯৮৩ সালে বন জভির যাত্রার শুরু থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ছিলেন।
তার স্মরণীয় ও সাড়া জাগানো অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘লিভিন অন এ প্রেয়ার’, ‘ইউ গিভ লাভ এ ব্যাড নেম’ এবং ‘ওয়ান্টেড ডেড অর এলাইভ’।
ব্যান্ড দলের গায়ক জন বন জভি টুইটারে এক বিবৃতিতে বলেন, প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তিনি ব্যান্ডদলটির অবিচ্ছেদ্য অংশ ছিলেন।
অ্যালেক জন ১৯৫১ সালের ১৪ নভেম্বর নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি এক পর্যায়ে নিউ জার্সির সঙ্গীত অঙ্গনের প্রিয় মুখ হয়ে উঠেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D