সিলেট ৬ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২
কূটনৈতিক প্রতিবেদক | বেইজিং (চীন), ৩০ নভেম্বর ২০২২ : চীনের মার্কসবাদী বিপ্লবী, রাষ্ট্রনায়ক ও সাবেক নেতা কমরেড জিয়াং জেমিন ৯৬ বছর বয়সে বুধবার মারা গেছেন। তিনি ১৯৮০ এর দশকের শেষ প্রান্তে দেশকে একটি নতুন সহস্রাব্দের দিকে রূপান্তরের যুগের নেতৃত্ব দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ কথা জানায়।
জিয়াং ১৯৮৯ সালের তিয়ানানমেন স্কয়ার ক্র্যাকডাউনের পরে ক্ষমতা গ্রহণ করেন এবং বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিকে বিশ্বে একটি পাওয়ার হাউস হিসাবে উত্থানের দিকে নিয়ে যান।
সিনহুয়া রিপোর্টে বলা হয়, ‘জিয়াং জেমিন রক্ত ক্যান্সার এবং একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ অকার্যকর হয়ে যাওয়ার পর ৩০ নভেম্বর দুপুর ১২টা ১৩ মিনিটে ৯৬ বছর বয়সে সাংহাইয়ে মারা গেছেন।’
চীনা কমিউনিস্ট পার্টিও সর্বোচ্চ পরিষদ, সামরিক বাহিনী ও জনগণের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে সাবেক এই নেতার মৃত্যুর ঘোষণা দেয়া হয়। তার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করে ‘গভীর দুঃখ’ প্রকাশ করা হয়।
সিনহুয়া চিঠিটি উদ্ধৃত করে বলেছে, ‘কমরেড জিয়াং জেমিন একজন অসামান্য নেতা ছিলেন, একজন মহান মার্কসবাদী, একজন মহান সর্বহারা বিপ্লবী, রাষ্ট্রনায়ক, সামরিক কৌশলবিদ এবং কূটনীতিক, দীর্ঘ পরীক্ষিত কমিউনিস্ট যোদ্ধা, এবং চীনা বৈশিষ্ট্য সহ সমাজতন্ত্রের একজন অসামান্য নেতা ছিলেন।’
চীনের মহান মার্কসবাদী বিপ্লবী ও রাষ্ট্রনায়ক কমরেড জিয়াং জেমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D