সিলেট ৬ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৮ ডিসেম্বর ২০২২ : ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন একাত্তর টিভির নাদিয়া শারমিন।
পুরুষ এককে চ্যানেল আই-এর তারিকুল ইসলাম মাসুমকে হারিয়ে চ্যাম্পিয়ন হন এশিয়ান টিভির রকিবুল ইসলাম মানিক।
এছাড়া পুরুষ দ্বৈতের ফাইনালে চ্যানেল আই এর তারিকুল ইসলাম মাসুম- এটিএন নিউজের সাব্বির আহমেদ জুটি নয়া দিগন্তের আবু সালেহ আকন-এশিয়ান টিভির মোঃ রকিবুল ইসলাম মানিক জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।
মিশ্র দ্বৈতের ফাইনালে মাঃ রকিবুল ইসলাম মানিক –ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা জুটি নয়া দিগন্তের আবু সালেহ আকন-একাত্তর টিভির নাদিয়া শারমিন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
নারী দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন একাত্তর টিভির নাদিয়া শারমিন -দেশ টিভির তাপসী রাবেয়া আঁখি জুটি।
গতরাতে ডিআরইউ প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে প্রাইজমানি ও পুরস্কার বিতরণ করেন পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল।
ক্রীড়া সম্পাদক মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D