জি-সিরিজ পরিবারের পথচলার ৪০ বছর পূর্তি উপলক্ষে গানে গানে স্মৃতি রোমন্থন অনুষ্ঠান কাল

প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২৩

জি-সিরিজ পরিবারের পথচলার ৪০ বছর পূর্তি উপলক্ষে গানে গানে স্মৃতি রোমন্থন অনুষ্ঠান কাল

বিনোদন প্রতিবেদক | ঢাকা, ০৪ মার্চ ২০২৩ : দেশে বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য শিল্পী, কলা-কুশলী ওশুভানুধ্যায়ীর অক্লান্ত পরিশ্রম, অবদান, সৃজনশীলতা, ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসায় জি-সিরিজ পরিবারের পথচলার ৪০ বছর পূর্ণ হতে যাচ্ছে। এই অর্জন আপনাদেরই। জি-সিরিজ পরিবারের সুদীর্ঘ যাত্রার শুভক্ষণকে স্মরণীয় করে রাখতে আগামীকাল রোববার (৫ মার্চ ২০২৩) বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আমরা সবাই একত্রিত হবো, গানে গানে স্মৃতি রোমন্থনে স্বাগত জানাবো অনাগত আগামীকে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সঙ্গীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

তারিখ : রোববার, ০৫ মার্চ ২০২৩
সময় : বিকাল ৪টা ০০ মি.
স্থান : বিশ্বসাহিত্য কেন্দ্র, ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তন,
১৭ ময়মনসিংহ রোড, বাংলামটর, ঢাকা-১০০০।
উক্ত অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন জি সিরিজ ও অগ্নিবীণা প্রোডাকশন্সের স্বত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া।

এ সংক্রান্ত আরও সংবাদ