সিলেট ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৩
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৭ মার্চ ২০২৩ : আজ শুক্রবার (১৭ মার্চ ২০২৩) বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি সভা কামরূল আহসান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় গার্মেন্টস শ্রমিকদের ৬৫% বেসিকসহ নূন্যতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণা ও দ্রুত প্রকৃত শ্রমিক প্রতিনিধি সমন্বয়ে মজুরি বোর্ড গঠনের দাবি জানানো হয়।
দ্রব্যমূল্যের উর্ধগতি ও মূল্যস্ফিতির কারণে খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার জনজীবন অসহনীয় পর্যায় চলে গেছে। সামনে রমজান মাসের মধ্যেই বাজারে পণ্যমূল্য বৃদ্ধি বেড়েই চলেছে। দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ ও বাজার সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার আহবান জানানো হয়।
শ্রমিকদের ক্রয়ক্ষমতা বৃদ্ধির জন্য সাশ্রয়ী মূল্যে শ্রমিকদের পূর্ণরেশনিং ব্যবস্থা চালু করার আহবান জানানো হয়। সভায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের প্রস্তাবিত ২০ হাজার টাকা জাতীয় নি¤œতম মজুরি ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহবান জানান। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়ার সঞ্চালনায় কতিপয় সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ করা হয়। আগামী ৭ এপ্রিল ২০২৩ জাতীয় প্রেসক্লাবের সামনে উল্লেখিত দাবির প্রেক্ষিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। সভায় অন্যন্যর মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ জাফর, মোঃ সামসুল হক সোহাগ, মোঃ মোর্শেদ আলম, তাহিরা খাতুন, তাপস কুমার রায়, মোঃ ফুল বাবু, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D