খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলারশীপ এক প্রবাসীর নামে, চলছে বিগত ৫ বছর যাবৎ

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৩

খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলারশীপ এক প্রবাসীর নামে, চলছে বিগত ৫ বছর যাবৎ

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৯ মার্চ ২০২৩ : খাদ্য বান্ধব কর্মসূচীর নীতিমালা অনুযায়ী দোকান তদারকীর জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ এবং তার উপস্থিতিতে খাদ্যশস্য বিতরণের নির্দেশনা থাকলেও প্রবাসী নিবাস দত্তের নামে ডিলারশীপ চালানোর বিষয়টি অদ্যাবধি প্রকাশ্যে চলছে বলে অভিযোগ করেছে শ্রীমঙ্গলের ৯ নং সাতগাঁও ইউনিয়নের সচেতন এলাকাবাসী।
রবিবার ১৯ মার্চ ২০২৩ দুপুরে শ্রীমঙ্গল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবরে এলাকাবাসীর পক্ষ থেকে এক লিখিত অভিযোগপত্র প্রদান করা হয়।
শ্রীমঙ্গলের ৯ নং সাতগাঁও ইউনিয়নের অন্তর্গত আমরাইলছড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি চিতমহন দাস, দুলনশীল, অজিত বোনার্জি, অর্জুন পাল, দিনু তাঁতি, অমল দাস, বাবুল দাস, নিপেন্দ্র তাঁতী সহ অন্যান্য সচেতন এলাকাবাসী স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়, খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় সাতগাও ইউনিয়নে ২ জন ডিলার যথাক্রমে হিরালাল কৈরী ও নিবাস দত্ত নিয়োজিত আছেন; যাদের মাধ্যমে হতদরিদ্র পরিবারকে নির্ধারিত শুভেচ্ছা মূল্যে খাদ্যশস্য বিতরণ করা হয়।
বিশেষ অবগতি ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগে তারা জানান, আমরাইলছড়া ও হুগলীছড়া চা বাগানের উক্ত খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় নিবাস দত্ত ডিলার হিসেবে নিয়োজিত আছেন। কিন্তু তিনি বিগত ৫ বছর যাবৎ প্রবাসী হিসেবে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশের বাইরে থাকলেও তার ডিলারশীপে খাদ্যশস্য উত্তোলন ও বিতরণ করা হচ্ছে। খাদ্য বান্ধব কর্মসূচীর নীতিমালা-২০১৭ এর অনুচ্ছেদ ৭.২ অনুযায়ী দোকান তদারকীর জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ এবং তার উপস্থিতিতে খাদ্যশস্য বিতরণের নির্দেশনা থাকলেও প্রবাসী নিবাস দত্তের নামে ডিলারশীপ চালানোর বিষয়টি অদ্যাবধি প্রকাশ্যে চলছে।
অভিযোগপত্রে আরও বলা হয়, ডিলার নিবাস দত্তের ভাই সাতগাও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বিকাশ দত্ত ডিলারের পরিবর্তে সকল কার্যক্রম পরিচালনা করছে। খাদ্য বান্ধব কর্মসূচীর নীতিমালা-২০১৭ এর অনুচ্ছেদ ৫.২(ঝ) অনুযায়ী কোন সরকারি কর্মকর্তা বা জনপ্রতিনিধি ডিলার হতে পারেননা; সেহেতু প্রকাশ্যে নীতিমালা লংঘন করে বিকাশ দত্ত একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও কোন প্রক্রিয়ায় বা কার সহায়তায় খাদ্যশস্য উত্তোলন ও বিতরণ করে আসছেন, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ করা হয়।
এছাড়াও খাদ্যশস্য বিতরণের ব্যাপারে বিকাশ দত্তের বিরুদ্ধে জনমনে এবং কার্ডধারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। সেহেতু বিষয়টির অতিশীঘ্রই তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী অনুরোধ জানিয়েছে।
এ ব্যাপারে সরাসরি জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দিপক চন্দ্র মন্ডল বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কমিটিকে অবহিত করা হবে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ