স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময়সভা

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৩

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময়সভা

নিজস্ব প্রতিবেদক | ভোলা, ১৯ মার্চ ২০২৩ : ভোলায় আজ ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৯ মার্চ ২০২৩) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।
জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় ভোলার সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান, তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামীন, জেলা তথ্য কর্মকর্তা মো. নুরুল আমিন, জেলা শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র দাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ্যুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এ সংক্রান্ত আরও সংবাদ