পশ্চিমারা ইউক্রেনের জনগণের শান্তির কথা ভাবছেই না : লুকাশেঙ্কো

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৩

পশ্চিমারা ইউক্রেনের জনগণের শান্তির কথা ভাবছেই না : লুকাশেঙ্কো

কূটনৈতিক প্রতিবেদক | মিনস্ক (বেলারুশ), ০১ এপ্রিল ২০২৩ : বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো শুক্রবার বেলারুশের পার্লামেন্ট ও জনগনের উদ্দেশে তার ভাষণে বলেছেন, ইউক্রেনবাসী শান্তি চায়, কিন্তু পশ্চিমের কেউই বিন্দুমাত্র তা আমলে নিচ্ছে না।
লুকাশেঙ্কো বলেন, ‘ইউক্রেনের জনগণের কি শান্তির প্রয়োজন নেই? কিন্তু কেউ জনগণের ইচ্ছাকে পাত্তাই দিচ্ছে না।’
একটা সুনির্দিষ্ট পর্যায়ে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সঠিক পথে ফিরিয়ে আনতে চেষ্টাও করেছিলেন- একথা স্মরণ করে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেন, ‘আমি জেলেনস্কিকে বলেছিলাম- আপনার ভূখন্ডে একটি যুদ্ধ বাঁধার উপক্রম হয়েছে। জনগণ কিন্তু যথাসময়ে আপনাকেই বলবে- কেন যুদ্ধের দামামা বন্ধ করেননি তখন আপনি?’

এ সংক্রান্ত আরও সংবাদ