‘জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন’ বিষয়ক মতবিনিময়

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, মে ১৯, ২০২৩

‘জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন’ বিষয়ক মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক | বান্দরবান, ১৯ মে ২০২৩ : বান্দরবন জেলার লামা উপজেলায় ‘জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন’ বিষয়ে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৯ মে ২০২৩) দুপুরে লামা উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহিদুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (পরিকল্পনা) জহরুল ইসলাম, উপ-সচিব (পরিকল্পনা) এসএম ইমরুল হাসান, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট্রের পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও নেগোসিয়েশন) মুহাম্মদ খায়রুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ তারেক হাসান ও ফাহমিদ আল জায়েদ, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ প্রমুখ।
সভায় ‘জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন’ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ‘জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন’ প্রকল্পের পরিচালক অধ্যাপক হাসান আল শাহী।
এ মতবিনিময় উপজেলার স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, হেডম্যান-কারবারী, মসজিদের ইমাম, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি- সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ