সিলেট ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, মে ২০, ২০২৩
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২০ মে ২০২৩ : “গণপ্রজাতন্ত্রী স্বাধীন বাংলাদেশ সরকারের ঘোষণা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার স্বাধীনতার ৫২ বছরও বাস্তবায়ন হয়নি”। মুক্তিযুদ্ধের সকল শক্তিকে এই ঘোষণা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইভাবে ’৭২-এর সংবিধানের মূলনীতি বাঙ্গালী জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার প্রতি রাজনৈতিক অঙ্গীকার দৃঢ় করতে হবে। তা নাহলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ে উঠবে না।
আজ শনিবার (২০ মে ২০২৩) সকাল ১১টায় বাংলাদেশ মুক্তিযুদ্ধা ’৭১-এর উদ্যোগে “বাংলাদেশের মুক্তির সংগ্রামে রাশেদ খান মেনন” শীর্ষক এক আলোচনা সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি এই অভিমত প্রকাশ করেন।
জনতার মেনন ৮০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য জননেতা মোজাফ্ফর হোসেন পল্টু।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ডিএন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, আনোয়ার হোসেন আনু, খোকন চন্দ্র মজুমদার, বিশিষ্ট সাংবাদিক মাহবুব আলম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযুদ্ধ প্রজন্ম বেলাল বাঙালী।
জননেতা কমরেড রাশেদ খান মেনন বলেন, ’৭১-এর মুক্তিযুদ্ধ আমাদের জীবনে শ্রেষ্ঠ কাজ। মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমাদের শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মহান নেতা, দেশের জনগণ হচ্ছে মুক্তিযুদ্ধের মহানায়ক। দেশের জনগণের অকুতোভয় সাহস দৃঢ়তা মুক্তিযুদ্ধকে বিজয় ছিনিয়ে এনেছে। আমরা বামপন্থীরা মুক্তিযুদ্ধে সাহসী অবস্থান গ্রহণ করেছিলাম। আজ সেই মুক্তিযুদ্ধের চেতনা অনেকটা ম্রিয়মাণ হয়ে পড়েছে। আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D