১৮ বছরে যায়যায়দিন

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৩

১৮ বছরে যায়যায়দিন

বিশেষ প্রতিবেদন | ঢাকা, ০৬ জুন ২০২৩ : আমি সত্যের সন্ধানে দুর্বার; সত্য প্রকাশে নির্ভীক/সত্যকে আঁকড়ে ধরে, পাড়ি দেই দুর্গম চারদিক/আমি অনিয়ম-দুর্নীতির যমদূত; সুহৃদ অসহায় নিপীড়িতের/আমি নিমেষেই ডুবাই মিথ্যের বেসাতি; আলো জ্বালি সত্যের/ন্যায়-নীতিতে অটল আমি; নিত্য ভাঙ্গি পরাধীনতার শৃঙ্খল/সমাজ গড়ার কারিগর আমি, লক্ষ্যে আছি অবিচল …. এমনি হাজারো প্রত্যয়ে অটুট থাকার অঙ্গীকারে পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিন ১৮ বছরে পা রাখল আজ।
কারও কাছে মাথা না নুইয়ে দৃঢ়ভাবে পথ চলার শপথ নিয়ে জন্ম নেওয়া এ পত্রিকাটি দীর্ঘ ১৭ বছরের পথপরিক্রমায় হয়ে উঠেছে আগের চেয়ে আরও বেশি সুসজ্জিত ও মননশীল।
২০০৬ সালের ৬ জুন সাপ্তাহিক যায়যায়দিন যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করে, সময়ের আবর্তে তা এখন হয়ে উঠেছে আরও বেশি গ্রহণযোগ্য ও গণমুখী। নানা প্রতিকূলতার পাহাড় ডিঙিয়ে যায়যায়দিন এখন নিজের জায়গা করে নিয়েছে ১৬ কোটি পাঠকের হৃদয়ে। অন্যায়, অসত্য আর অসুন্দরের বিরুদ্ধে সোচ্চার থেকে পাঠক নন্দিত এ পত্রিকাটি হয়ে উঠেছে আপামর মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর।

বিগত ১৭ বছরে যায়যায়দিন এ দেশের মাটি ও মানুষের কথা বলতে সবসময় সচেষ্ট থেকেছে। পত্রিকার রিপোর্টিং, সম্পাদকীয়, ফিচার এবং সাহিত্যে ‘মুক্তিযুদ্ধকে’ তুলে ধরা হয়েছে অত্যন্ত দক্ষতায়। বাংলার শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে সবসময়।
বিভিন্ন সময়ের রাজনৈতিক নানা টানাপড়েনেও নিরপেক্ষতা ও ন্যায়বোধের আদর্শ থেকে সামান্য বিচু্যতি ঘটেনি- সময়ের সাহসী এ কণ্ঠস্বরের। জন্মলগ্ন থেকে আজ অবধি মুক্তিযুদ্ধের সপক্ষে সগৌরবে রয়েছে অবিচল অবস্থানে। খবরের গুণগতমান ধরে রাখার ক্ষেত্রে কারও সঙ্গে কখনো সামান্য আপস করেনি। নতি স্বীকার করেনি কোনো অপশক্তির কাছে। আর তাই প্রচার সংখ্যায় সর্বশীর্ষে অবস্থান না করেও মর্যাদার সোনালি পালক যুক্ত করে নিয়েছে আত্মগৌরবের নিজ মুকুটে। যা পাঠককুলের দুর্নিবার আকর্ষণের উৎস হয়ে উঠেছে।
টানা প্রায় দুই বছর করোনা মহামারির ভয়াবহ প্রকোপ এবং সম্প্রতি নিউজ প্রিন্টের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিসহ নানা প্রতিকূলতায় যায়যায়দিন এখনো নিজের অবস্থান ধরে রেখেছে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রথম সারিতেই। যা অনেকটাই সম্ভব হয়েছে পত্রিকাটির সম্পাদকমন্ডলীর সভাপতি ও প্রকাশকের সঠিক দিকনির্দেশনা; সাংবাদিক, সংবাদকর্মী, কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা এবং অগণিত পাঠকের অকুণ্ঠ ভালোবাসায়। জন্মলগ্ন থেকেই পত্রিকাটি ছাপা হচ্ছে সর্বাধুনিক নিজস্ব প্রিন্টিং প্রেসে। এ ছাড়া দেশের সবচেয়ে আধুনিক, সুপরিসর অফিসে নিরবচ্ছিন্ন বিদু্যৎ সরবরাহ নিশ্চিত করায় প্রতিদিন নির্ধারিত সময়েই পাঠকের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে যায়যায়দিন। যা এ পত্রিকাটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
দৈনিক যায়যায়দিন সবসময় পাঠকের কথাই বলবে। পাঠকের আকাঙ্ক্ষাকেই তুলে ধরবে পত্রিকার পাতায় পাতায়। জাতীয় উন্নয়ন ও অগ্রগতির সব অর্জনকে সঠিকভাবে তুলে ধরতে সবসময়ই থাকবে অগ্রণী ভূমিকায়।

এ সংক্রান্ত আরও সংবাদ