ই-প্রেস নিউজে দেশব্যাপী স্মার্ট প্রতিনিধি সংগ্রহ চলছে

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৩

ই-প্রেস নিউজে দেশব্যাপী স্মার্ট প্রতিনিধি সংগ্রহ চলছে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৭ জুলাই ২০২৩ : সাংবাদিকদের মুখপত্র ই-প্রেস নিউজ এ দেশব্যাপী জেলা, উপজেলায় স্মার্ট প্রতিনিধি সংগ্রহ চলছে। আগ্রহীদের অবশ্যই অনুমোদিত পত্রিকা / মিডিয়া প্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে। একমাত্র পরিশ্রমী ও দায়িত্বশীল সাংবাদিকরাই আবেদন করবেন, অন্যথায় প্রয়োজন নেই।

আগ্রহী প্রার্থীকে নিম্নে প্রদত্ত লিংকে আবেদন করতে হবে এবং সকল কাগজপত্র মেইলে পাঠিয়ে দিতে হবে।

বিঃদ্রঃ শুধুমাত্র পেশাদারী সাংবাদিকগণ আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রতিনিধিদের জন্য থাকছে সর্বোচ্চ প্রযুক্তি সম্পন্ন স্মার্ট আইডি কার্ড ।

বিস্তারিত জানতেঃ-
মোবাইলঃ-০১৭১৮-৬৮২৭৪৭
হোয়াটসঅ্যাপঃ-০১৫১৬-১৩৫৩৩১
হেল্প লাইনঃ-০৯৬৯৬৬১৩০৮৮
ইমেইলঃ infoepressnews@gmail.com
ওয়েবসাইটঃ www.epressnews.com
নিবন্ধন লিংকঃ-
https://forms.gle/9TMiinBUazSMpGJW8

এ সংক্রান্ত আরও সংবাদ