সিলেট ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৩ আগস্ট ২০২৩ : বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) হস্তক্ষেপ না করতে হুঁশিয়ার করেছেন ১৪-দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি।
তিনি বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র ও ইইউ) তাদের সীমা লঙ্ঘন করছে। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে বারবার হস্তক্ষেপ করছে। হুঁশিয়ার করে বলতে চাই, আমেরিকা, তোমরা থামো। বাংলাদেশে হস্তক্ষেপ কোরো না। নির্বাচন তোমাদের দেশেও হয়েছে, তোমাদের নির্বাচন সামলাও। আমাদের নির্বাচন আমরা সামলাব।’
‘বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমাবেশে রাশেদ খান মেনন এসব কথা বলেন। আজ বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে এই সমাবেশ হয়।
বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে কমরেড রাশেদ খান মেনন বলেন, তারা জনগণের ওপর নির্ভর করে নয়, বরং জনগণকে জিম্মি করে ক্ষমতায় যেতে চায়। সেখানে তারা নির্ভর করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ওপর।
এই সমাবেশে সভাপতিত্ব করেন ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এটা তাদের সহ্য হচ্ছে না। তাই বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তারা অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়।
শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমির হোসেন আমু বলেন, এ দেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে। সংবিধানের বাইরে অসাংবিধানিক কোনো ধারা, অসাংবিধানিক কোনো পন্থার এই দেশে স্থান নেই। আগামী নির্বাচনে নৌকার জয় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপি-জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলগুলো মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে ষড়যন্ত্র করে দেশে অসাংবিধানিক ধারা তৈরি করতে চায় বলে মন্তব্য করেন সমাবেশে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।
তিনি বলেন, শেখ হাসিনা কেবল দেশের জনগণের দ্বারা সমর্থিত নয়, বিদেশি শক্তি কর্তৃকও সমর্থিত। শুধু মার্কিন সাম্রাজ্যবাদ একা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে না, আরও অনেক শক্তি আছে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি বলেন, বাংলাদেশ তার সংবিধান অনুযায়ী চলবে। সংবিধানের ধারাবাহিকতায় নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার থাকবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৪ দলের এই সমাবেশে শতাধিক নেতা-কর্মী নিয়ে যোগ দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ।
এ সময় তিনি বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের সাংবিধানিক নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য পুনরায় আগুনসন্ত্রাসে মত্ত হয়েছে। যেকোনো মূল্যে এই অপশক্তির নীলনকশাকে প্রতিহত করবে।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর ছেলে সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, জাতীয় পার্টির (জেপি) সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, গণ আজাদী লীগের সভাপতি এস কে সিকদার, মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন প্রমুখ।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপিও উপস্থিত ছিলেন।।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D