৫ আগস্ট বায়ুমান উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৩

৫ আগস্ট বায়ুমান উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০৩ আগস্ট ২০২৩ : আগামী শনিবার (৫ আগস্ট ২০২৩) সকাল ১০টায় বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), বারসিক ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর যৌথ আয়োজনে এবং পরিবেশ উদ্যোগ, আইপিডি ও বিএনসিএ-এর সহ-আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে “বায়ুমান উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারের” দাবিতে সংবাদ সম্মেলনর আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ইন্সটিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) এর ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মোহাম্মদ আলী নকী এর সভাপতিত্বে মূল বক্তব্য প্রদান করবেন ক্যাপস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার।
আরও বক্তব্য প্রদান করবেন বারসিক এর সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম ও প্রকল্প পরিচালক মো. কামরুজ্জামান সাগর এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডভোকেসি ও ক্যাম্পেইন সমন্বয়ক মীর রেজাউল করিম।
ইন্সটিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিইড) এর নির্বাহী পরিচালক আব্দুল ওয়াহাব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রাশেদুজ্জামান মজুমদার, সেন্টার ফর ল’ এন্ড পলিসি এফেয়ার্স (সিএলপিএ) এর সেক্রেটারী অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম তাহিন, বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোট (বিএনসিএ) সদস্য সচিব মোহাম্মদ আনোয়ারুল হক এবং পরিবেশ উদ্যোগ এর গবেষণা সমন্বয়ক ইঞ্জি. মো. নাছির আহম্মেদ পাটোয়ারী সহ অন্যান্য পরিবেশবাদী সংস্থার সদস্যবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ