বাউবি’র এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৬৪ দশমিক ৯৯ শতাংশ

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৩

বাউবি’র এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৬৪ দশমিক ৯৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৭ আগস্ট ২০২৩ : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাসের হার শতকরা ৬৪ দশমিক ৯৯ শতাংশ।

আজ সোমবার (৭ আগস্ট ২০২৩) বাউবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, বাউবিতে এসএসসি-২০২৩ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৩৯ হাজার ৭২৫ জন। এ পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ৩৭ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চুড়ান্ত পরীক্ষায় ২১ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং ১৪ হাজার ১৯০ জন উত্তীর্ণ হয়।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৮ হাজার ৪৩০ জন ছাত্র এবং ৫ হাজার ৭৬০ জন ছাত্রী।

এ সংক্রান্ত আরও সংবাদ