সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৩
বিশেষ প্রতিবেদক | ঢাকা, ১১ আগস্ট ২০২৩ : শুরু হচ্ছে ফুলকুঁড়ি আসরের অঙ্কন ও ছড়া পাঠ প্রতিযোগিতা-২০২৩।
সুপ্রিয় বন্ধুরা,
তোমাদের প্রিয় ফুলকুঁড়ি আসরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চলে এসেছে চমৎকার দুইটি প্রতিযোগিতা। এতে তোমাকে অংশগ্রহণ করার আহবান জানাচ্ছি।
প্রতিযোগিতা সমূহ:
০১. অঙ্কন প্রতিযোগিতা
০২. ছড়া পাঠ প্রতিযোগিতা (ভিডিও)
সবগুলো প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করো নিচের লিংকে –
https://49th.phulkuri.org.bd
০১)
– অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী :
১. অনূর্ধ্ব অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে।
২. দুইটি গ্রুপ থাকবে। দুইটি গ্রুপে ৫ জন করে মোট ১০ জনকে পুরস্কৃত করা হবে।
গ্রুপ- ক (১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি),
গ্রুপ- খ (৬ষ্ঠ শ্রেণি হতে ৮ম শ্রেণি)
৩. বিষয়বস্তু : গ্রাম, প্রকৃতি, সেবামূলক কাজ, শিশুশ্রম, শিশু নির্যাতন, বন্যা, জলবায়ু পরিবর্তন, নিরাপদ ইন্টারনেট, পরিবেশ দূষণ,
বায়ু দূষণ।
৪. অঙ্কনে যে কোন ধরণের রং ব্যবহার করা যাবে।
৫. ফাইল রিনেম করে তাতে প্রতিযোগীর নাম ও জেলার নাম লিখে পাঠাতে হবে।
যেমন : Masum.Dhaka
৬. অঙ্কনের চিত্র স্ক্যান করে বা ছবি তুলে পাঠাতে হবে।
৭. অঙ্কনকৃত ছবি হাতে ধরে প্রতিযোগীর ছবি এবং শুধু অঙ্কনের ছবি, অর্থাৎ আলাদাভাবে দুইটি ছবি পাঠাতে হবে।
৮. ছবি এবং প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে এই লিংকে- https://forms.gle/39F1nQbMBzsShCDz5
৯. পাঠানোর শেষ তারিখ : ১ সেপ্টেম্বর ’২৩
১০. ১০ সেপ্টেম্বর ফুলকুঁড়ি আসরের ফেসবুক পেজে “Phulkuri Ashar” তে বাছাই করা ছবিগুলো আপলোড করা হবে এবং ১০-১৫ সেপ্টেম্বর এর লাইক, কমেন্ট আর শেয়ার এ প্রাপ্ত পয়েন্ট বিচারকদের প্রদত্ত নাম্বারের সাথে সমন্বয় করে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হবে।
১১. প্রতিযোগিতায় অংশগ্রহণ করা অঙ্কনের স্বত্বাধিকারী হবে কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসর। কেন্দ্রীয় আসর প্রচার করার পূর্বে কেউ উক্ত অঙ্কন সোস্যাল মিডিয়াসহ কোথাও প্রচার করতে পারবে না।
১২. প্রয়োজনে কেন্দ্রীয় আসরের কৃষি-শিল্প-বিজ্ঞান সম্পাদক শামসুজ্জোহা হাসিব ভাইয়ার (০১৭৯৪৯৮৫২১০) সাথে যোগাযোগ করবে।
০২)
– ছড়া পাঠ প্রতিযোগিতায় (ভিডিও) অংশগ্রহণের নিয়মাবলী :
১. অনূর্ধ্ব ৭ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে।
২. ক্যামেরা বা মোবাইল দিয়ে ছড়া পাঠের দৃশ্য ভিডিও করে পাঠাতে হবে।
৩. প্রতিযোগী ছড়া পাঠের শুরুতে নিজের পরিচয় (নাম, স্কুল, শ্রেণি, জেলা ইত্যাদি) দিবে এবং ছড়ার নাম ও লেখকের নাম বলে
ছড়া উপস্থাপন করবে।
৪. বিষয়বস্তু : কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, ফররুখ আহমদ, সুকুমার রায় ও আল মাহমুদের লেখা শিশুতোষ ছড়া
আবৃত্তি করতে হবে।
৫. ৫ মিনিটের মধ্যে সম্পূর্ণ ভিডিও অবশ্যই শেষ করতে হবে, অন্যথায় প্রতিযোগিতায় অনুপযুক্ত বিবেচিত হবে।
৬. ভিডিও ধারণের সময়ে পর্যাপ্ত আলো আছে এবং অপ্রয়োজনীয় শব্দ পরিহার করা যায় এমন স্থান নির্বাচন করা প্রয়োজন।
৭. ক্যামেরা ল্যান্ডস্কেপ মুডে ভিডিও করতে হবে।
৮. ভালো সাউন্ড ও ভিডিও কোয়ালিটি নিশ্চিত করা দরকার।
৯. ফাইল রিনেম করে তাতে প্রতিযোগীর নাম ও জেলার নাম লিখে পাঠাতে হবে।
যেমন : Tahsan.Dhaka
১০. ভিডিও এবং প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে এই লিংকে- https://forms.gle/39F1nQbMBzsShCDz5
১১. জমা দেয়ার শেষ তারিখ : ৩০ আগস্ট ’২৩।
১২. ৬ সেপ্টেম্বর ফুলকুঁড়ি আসরের ইউটিউব চ্যানেল “Phulkuri TV” তে বাছাই করা ভিডিওগুলো আপলোড করা হবে এবং
৬-১০ সেপ্টেম্বর এর ভিউ, লাইক আর শেয়ার এ প্রাপ্ত পয়েন্ট বিচারকদের প্রদত্ত নাম্বারের সাথে সমন্বয় করে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হবে।
১৩. প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ভিডিও এর স্বত্বাধিকারী হবে কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসর। কেন্দ্রীয় আসর প্রচার করার পূর্বে কেউ উক্ত ভিডিও সোস্যাল মিডিয়াসহ কোথাও প্রচার করতে পারবে না।
১৪. সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৫ জনকে পুরস্কৃত করা হবে।
১৫. প্রয়োজনে কেন্দ্রীয় আসরের কালচারাল স্কুল পরিচালক খলিলুর রহমান ভাইয়ার (০১৯৮৪৫৩৪০৫৯) সাথে যোগাযোগ করবে
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D