আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৩

আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন |

শুভ জন্মোৎসব বাবা
🌿
প্রত্যেকের জীবনই নানানভাবে বৈচিত্র্যপূর্ণ। তোমার জীবনও তাই। লেখালেখি উঠোনে দাঁড়িয়ে আমার বাবা আর আমার শৈশব এই দুটোর দিকে ফিরে তাকাই – তখন শুধুই বিস্ময়ভরা গৌরবমুখর জীবনের হেঁটে যাওয়ার ছাপ দেখি! বহু চা বাগানে ‘ব্যবস্থাপক’ পদে তোমার চাকুরি সুবাদে দারুণ বৈচিত্র্যে গাঁথা আমার শৈশব। যেটা আমি পুরোপুরি আমার সন্তানকে দিতে পারিনি। কিন্তু তুমি আমাকে উপহার দিয়েছো। চা বাগানের বিলাশবহুল ম্যানেজার বাঙলো, সেই বাঙলোর রাজকীয়তা, চা বাগানে গভীর সৌন্দর্য, বাঙলোর গাছে ঝুলে থাকা নানা পাখির বাসা, চা বাগানের ঝিলে-বিলে নানা সময়ে মাছ ধরা, বাইসাইকেল আর মটরবাইক নিয়ে চা বাগানের নির্জন পথগুলো একাকী ঘুরে বেড়ানো, বাঙলোর পাখিডাকা নির্জন দুপুর, সন্ধ্যাপ্যাঁচাদের চিৎকার- চ্যাঁচামেচি, মায়ের কষ্টেগড়া সুসজ্জিত নানা ফুলের বাগান, মায়ের কথা না শোনায় বকুনি ইত্যাদি ইত্যাদি কতশত ঘটনা! জীবনের এই সময়ে দাঁড়িয়ে ভাবি – আমার এই প্রকৃতিপ্রেম, চাপ্রেম, তোমার সেই চা বাগানের শ্রেষ্ঠদিনগুলোর বীজ থেকেই অঙ্কুরিত হওয়া। সেই দেখাগুলো দেখবার সুযোগ না পেলে এই দেখাগুলোর বিশ্লেষণ সমৃদ্ধ হতো না। যা আমার সারাজীবনের দারুণ সব নিভৃত অর্জন। এক হিসেবে আমার বৈচিত্র্যময় শৈশবজীবন নামক দৃশ্যছবির পরিচালক তুমি। যে ছবি আমার সারাজীবনের সর্বশ্রেষ্ঠতম ছবি।… বেশিরভাগ বাবাদের কথাই সন্তাররা বলতে ভুলে যায়! আমি ভুলিনি। আমি বলেছি। শ্রদ্ধায়। ভালোবাসায়। তোমার এই ৮২তম জন্মোৎসব পরমেশ্বরের অশেষ কৃপায় শতবর্ষকে অতিক্রম করুক। ‘আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান’।
——————————–
মুহুর্তধারণ: Biswapriyo Kabyo

এ সংক্রান্ত আরও সংবাদ