কীভাবে কবিতা হয়?

প্রকাশিত: ৪:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২৪

কীভাবে কবিতা হয়?

তুষার রায় |

কীভাবে কবিতা হয়?
যখন তার সাথে ইশারায় কথা হয়,
কইতে চেয়েও কিছুই নাহি কয়।

কীভাবে ফোটে কবিতার ফুল?
যখন ঈশানী হাওয়ায় ওড়ে তার চুল,
ঝুমকো জবার মতো দোলে তার দুল।

কখন কবিতা মেলে পাখা?
যখন তার দুচোখে স্বপ্ন দেখি আঁকা,
সেই রঙিন ক্যানভাসে জগত পড়ে ঢাকা।

কখন কবিতা হয়ে ওঠে গান?
প্রেমাবেগে যখন হৃদয়ে ডাকে বান,
অলখে মনোবীণায় হঠাৎ জাগে প্রাণ।

কখন কবিতা গড়ে ঘরবাড়ি?
যখন সাজে সে অপরূপা এক বঙ্গনারী,
হাতে শাঁখা, কপালে সিঁদুর, পরনে লালপেড়ে শাড়ি।

ক্যানবেরা, ১১ এপ্রিল ২০২৪।
[ছবিটি প্রতীকী মাত্র]

এ সংক্রান্ত আরও সংবাদ