আনন্দময় ঈদ

প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৪

আনন্দময় ঈদ

মানসী সাহা |

ক্যালেন্ডারের পাতার কোন কোন দিনে ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে, মনে পড়ে প্রিয়জনদের কথা। ঈদ এমনি একটি দিন। আমাদের সম্প্রীতি মাখা ছেলেবেলায় ঈদের দিন ছিল অনেক & nbsp; আনন্দের আর উচ্ছ্বাসের। ছোটবেলার মতো করে নতুন জামা না পেলেও বড়বেলার ঈদের আনন্দটি কাছে এলে আঁচল ভরে তুলে নেই।

আমাদের কিংস্টন শহরে এবারই প্রথমবারের মতো কমিউনিটি সেন্টার ভাড়া করে সর্বজনীন ঈদ উৎসব পালিত হল। আন্তরিক আমন্ত্রণে আমরাও সামিল হলাম সেই আনন্দে।

জীবন মানেই তো ছোট ছোট আনন্দ গুলোকে বিনি সুতোর মালায় গেঁথে রাখা।

সবার জীবনে ঈদ আনন্দময় হোক।

❑ ❑
১২ এপ্রিল
কিংস্টন, কানাডা

এ সংক্রান্ত আরও সংবাদ