শ্রীমঙ্গলে রেফারিজ এসোসিয়েশন ও সুধীজনদের সাথে প্রবাসী প্রণয় পালের মতবিনিময় ও নৈশভোজ

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৪

শ্রীমঙ্গলে রেফারিজ এসোসিয়েশন ও সুধীজনদের সাথে প্রবাসী প্রণয় পালের মতবিনিময় ও নৈশভোজ

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৪ জুলাই ২০২৪: শ্রীমঙ্গল উপজেলা রেফারিজ এসোসিয়েশনের সদস্য ও তাদের পরিবারবর্গ এবং সুধীজনদের সাথে মতবিনিময় শেষে তাদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই ২০২৪) রাত ৯টায় শ্রীমঙ্গল ‘গ্র্যান্ডতাজ রেস্টুরেন্টে’ শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা রেফারিজ এসোসিয়েশন সাবেক সভাপতি ও আমেরিকা প্রবাসী প্রণয় পাল এই নৈশভোজের আয়োজন করেন।

উপজেলা রেফারিজ এসোসিয়েশনের পরিবারবর্গ ও সুধীজনরা উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে এসময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয় এবং জমে উঠে আড্ডা।
এসময় বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা রেফারিজ এসোসিয়েশন সাবেক সভাপতি ও আমেরিকা প্রবাসী প্রণয় পাল।

শ্রীমঙ্গল উপজেলা রেফারিজ এসোসিয়েশনের সিনিয়র সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা রেফারিজ এসোসিয়েশনের সভাপতি সজল কান্তি দেব।

মতবিনিয়মকালে প্রবাসী প্রণয় পাল বলেন, প্রবাস থেকেও আমি শ্রীমঙ্গল ক্রীড়াঙ্গনের সব খবরাখবর ফেসবুকের মাধ্যমে জানতে পারি। আমি দেশে এসে
সবার সঙ্গে একটি সুন্দর ও বন্ধুসুলভ সমন্বয় ঘটানই আজকের এই আয়োজন।

নৈশভোজে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম সেলু, সহসভাপতি সুদর্শন দাশ, সাধারণ সম্পাদক মো: এমাদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো: আবুল কাশেম, অর্থ সম্পাদক কাঞ্চন গৌড়, সদস্য রোমিম আহমদ, গৌরাঙ্গ ভৌমিক, উজ্জ্বল পাসী, শান্ত ভৌমিক, গোলাম মোস্তফা ও কবির উদ্দিন সুইটের পরিবারবর্গ।

এ সংক্রান্ত আরও সংবাদ