সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৪
বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৮ সেপ্টেম্বর ২০২৪ : শ্রীমঙ্গল উপজেলাধীন মনিপুরী তাঁত শিল্প ক্লাস্টারের উদ্যোক্তাদের অর্থায়ন তরান্বিতকরণে ঋণ ম্যাচমেকিং কর্মসূচি ও ব্যাংকার-উদ্যোক্তা মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৪) বিকেলে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)-এর উদ্যোগে শ্রীমঙ্গলের টিকরিয়া মনিপুরী পাড়ায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা।
এতে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. নাজিম হাসান সাত্তার।
অনুষ্ঠানের শুরুতেই তাঁত শিল্প ক্লাস্টারের উদ্যোক্তাদের অর্থায়ন তরান্বিতকরণে স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক সুমন চন্দ্র সাহা ও শ্রীমঙ্গল মনিপুরী তাঁত প্রতিনিধি মো রবিউল ইসলাম রাসেল।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে মনিপুরী তাঁত শিল্প ক্লাস্টারের উদ্যোক্তা প্রতিনিধিবৃন্দ ও ১৫টি ব্যাংকের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে ১৭৭টি ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে। এ সকল ক্লাস্টারের উন্নয়ন চাহিদা নিরূপণপূর্বক সামগ্রিক উন্নয়ন ও বিকাশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন টিকরিয়া মনিপুরী পাড়া অবস্থিত মনিপুরী তাঁত শিল্প একটি সম্ভাবনাময় ক্লাস্টার। শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত আদিবাসীদের মধ্যে অন্যতম মণিপুরী সম্প্রদায়। এ সম্প্রদায়ের ৯৫ শতাংশ নারী তাঁত শিল্পের কাজে নিয়োজিত।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D