সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৪
বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৮ সেপ্টেম্বর ২০২৪ : সরকারি মাধ্যমিক শিক্ষকদের লাঞ্ছিত করায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বিচারের দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৪) দুপুরে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মুখে উপজেলার সরকারি মাধ্যমিক শিক্ষকরা এই মানববন্ধন কর্মসুচি পালন করে।
প্রকল্প থেকে রাজস্ব খাতে আত্মীকৃত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক শান্তিপূর্ণ কর্মসূচি পালনরত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তি দাবি করে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য দেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, বর্মাছড়া টি গার্ডেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জহির আলী, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: কামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক মো: জুমের আলী, সিনিয়র শিক্ষক মো: করিম উদ্দিন, সিনিয়র শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক মোহাম্মদ লোকমান হোসেন, সিনিয়র শিক্ষক চন্দ্রেশ্বর সিংহ, সহকারী শিক্ষক লিটন ধর, সহকারী শিক্ষক কামরুজ্জামান, সহকারী শিক্ষক মো: সিরাজুল হক, সহকারী শিক্ষক বিপ্লব আহমেদ ও মো: নাহিদ হাসান প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় মাধ্যামিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সামনে উপবৃত্তি প্রকল্প হতে আগত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ঢাকার আজিমপুর গভমেন্ট গার্লস হাই স্কুলের সহকারি শিক্ষক আব্দুল্লাহ আল নাহিয়ান ও মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। লাঞ্ছিতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে দোষী কর্মকর্তাদের গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন শিক্ষকরা।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D