৪ নভেম্বর সংবিধান দিবস ও ৭ মার্চকে অস্বীকার ইতিহাস ও মুক্তিযুদ্ধের পরিপন্থী: সিপিবি

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৪

৪ নভেম্বর সংবিধান দিবস ও ৭ মার্চকে অস্বীকার ইতিহাস ও মুক্তিযুদ্ধের পরিপন্থী: সিপিবি

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৭ অক্টোবর ২০২৪ : অন্তর্বর্তী সরকারের ৪ নভেম্বর সংবিধান ও ঐতিহাসিক ৭ মার্চের জাতীয় দিবস বাতিলের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এসব দিবস অস্বীকার মুক্তিযুদ্ধ, ইতিহাস ও ঐতিহ্যের পরিপন্থী এবং অগ্রহণযোগ্য ও নিন্দনীয় বলে জানিয়েছে দলটি।

সিপিবির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর ২০২৪) এক বিবৃতিতে এসব কথা বলেন।

Manual2 Ad Code

বিবৃতিতে বলা হয়, ‘আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করলাম সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে অনেক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও মতামত ছাড়া গ্রহণ করা হচ্ছে। উপদেষ্টাদের অনেকে মুক্তিযুদ্ধ ও অন্যান্য বিষয়ে বিতর্কিত বক্তব্য দিচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

বিবৃতিতে সিপিবির নেতারা অন্তর্বর্তী সরকারকে নিজেদের কাজের পরিধি সুনির্দিষ্ট করে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

Manual1 Ad Code

বিচার বিভাগসহ সবক্ষেত্রে গ্রহণযোগ্য নীতিমালা করে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, কোনো ‘মব’(বিশৃঙ্খল জনতা)–এর কাছে আত্মসমর্পণ করে নেওয়া যেকোনো সিদ্ধান্তই অগ্রহণযোগ্য।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ