সিলেট ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৮ অক্টোবর ২০২৪ : শহীদ রাসেল আহমেদ খানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ।
শহীদ রাসেল আহমেদ খান স্মরণে “যুব অধিকারে ঐক্যবদ্ধ হও।” -এই শ্লোগান নিয়ে কর্মসংস্থান ও বেকার ভাতার দাবিতে ঢাকায় শাহবাগ চত্বরে যুব সমাবেশ করবে বাংলাদেশ যুবমৈত্রী।
শহীদ রাসেল দিবসে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আলোচনাসভার আয়োজন করেছে। অদ্য সোমবার ২৮ অক্টোবর ২০২১ সকাল ১১টায় পার্টির ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত এ সভায় বক্তব্য দেবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ অক্টোবর বিএনপি-জামাত জোট সরকার বিরোধী আন্দোলনে তৎকালীন সাম্প্রদায়িক চারদলীয় জোটের সশস্ত্র সন্ত্রাসীদের হাতে নিহত হন বাংলাদেশ যুব মৈত্রী নেতা শহীদ রাসেল আহমেদ খান।
শহীদ রাসেল আহমেদ খানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী স্মরণসভার আয়োজন করা হয়েছে। তার অংশ হিসেবে ঢাকায় সকালে পার্টির অফিস চত্বরে শহীদ প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
শহীদ রাসেল আহমেদ খানের ১৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রীমঙ্গলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আলোচনাসভার আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য দেবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D