আমি ঘুরে দাঁড়িয়েছি – অনেক প্রতিকুলতার মাঝে

প্রকাশিত: ৩:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪

আমি ঘুরে দাঁড়িয়েছি – অনেক প্রতিকুলতার মাঝে

রাবেয়া আক্তার পান্না |

মনটা অস্থির …. : ৩টা ঘটনা বলি….

১ম….
আমার যখন ডিভোর্স হয়, আমি ডিভোর্স লেটারে সাইন করেছিলাম- ছেলের বাবার কাছে কোনো ডিমান্ড ছাড়াই, যদিও উনি যথেষ্ট ধনাঢ্য ব্যাক্তি। এমন কি ছেলের খরচও উনি দিতে অপারগ – যদিও তার অনেক সম্পত্তি আছে. …..

উনি চলে যেতে চেয়েছেন আমি একবারও বলি নাই, তুমি থাকো – আমার কাছে মনে হয়েছে ভালোবাসাবিহীন সংসার বিষের মতো ….

ভালো থাকুক উনি তার সংসার নিয়ে ….

২য়….
আমার সাড়ে ৪ বছরের অনলাইন ফুড বিজনেসে, এই প্রথমবার একজন ১২৫০ টাকা জাস্ট মেরে দিয়েছে।প্রথম টাকা চাইলাম মেসেজ সিন করে না,এরপর নিজ দায়িত্বে মেসেজ দিয়ে বল্ল আপু- ২ দিনের মধ্যে টাকা দিবো….আর টাকাটা পাঠায় নাই….

১২৫০ আল্লাহ এর রহমতে এই টাকাটা আমার কাছে বিষয় না- জাস্ট বিশ্বাস নস্ট হয়ে গেলো…
অথচ, আমার ফ্রোজেন ফুড এর কাস্টমারগুলো আমাকে এতো এতো সাপোর্ট করে- আমাকে এতো বেশী দোয়া করে … আমি অবাক হয়ে যাই…
সব সময় মনে হয় অনলাইন বিজনেস আমার জন্য আর্শীবাদ…

৩য়..
আমি আইপি ওয়েব এ কাজ করে,২৫ ডলার জমিয়েছি….নতুন চুলা কিনবো। পেয়ারটা জাস্ট ভ্যানিশ হয়ে গিয়েছে কে বা কারা ডলারগুলো নিয়ে নিয়েছে…..

পরিশেষে….
১৫ বছরের সংসার শেষ হওয়ার পরও ৩৪ বছরে নতুন করে শুরু করে-আমি ঘুরে দাঁড়িয়েছি – অনেক প্রতিকুলতার মাঝে ছেলেকে নিয়ে মাথা উঁচু করে বাঁচি… জীবন একটা যুদ্ধ… আমি জানি আবার আমি পারবো আমাকে পারতেই হবে…..মনটা বিক্ষিপ্ত…সব ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ . ….
দোয়ায় রাখবেন….
আলহামদুলিল্লাহ – জীবন সুন্দর….

📌 আমার ফ্রোজেন ফুড এর কাস্টমারগন – আমার পরিবার এর মতো, তাদের ভালোবাসা আর দোয়ায় আমি শিক্ত….

দোয়ায় রাখবেন সব সময়….

মানুষ মানেই যন্ত্রণার ভিতর দিয়ে যায়…আবার রিকভারি করে….

এ সংক্রান্ত আরও সংবাদ