যুব কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক জাতীয় সম্মেলন কাল

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২৪

যুব কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক জাতীয় সম্মেলন কাল

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০১ নভেম্বর ২০২৪ : যুব কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর উদ্যোগে ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সার্বিক সহযোগিতায় আগামীকাল শনিবার (২ নভেম্বর ২০২৪) সকাল ১০টায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংলাপে সরকারি কর্মকর্তা, বিশিষ্ট্যজন, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, চেম্বার প্রতিনিধি, উদ্যোক্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নিবেন।

এ সংলাপে বাংলাদেশে সরকারি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রমের একটি নিরীক্ষা প্রতিবেদন তুলে ধরা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ