সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৪
বিশেষ প্রতিবেদক | ঢাকা, ০৩ নভেম্বর ২০২৪ : লেবাননে ইসরাইলি বিমান হামলায় কর্মস্থলে যাওয়ার পথে প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ নিজাম উদ্দিন নিহত হয়েছেন বলে জানিয়েছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস।
শনিবার (২ নভেম্বর ২০২৪) বিকেলে (স্থানীয় সময়) বৈরুতের গ্রাজমিয়ে এলাকায় এ ঘটনা ঘটে বলে দূতাবাস আজ জানায়।
নিহত মোহাম্মদ নিজাম উদ্দিন (৩১) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খয়রা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুসের ছেলে, তার পাসপোর্ট নম্বর ইএফ ০৬২০০৪৩।
লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাবেদ তানভীর খান প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বাংলাদেশের অর্থনীতিতে তার অবদানের জন্য নিহতকে ‘রেমিটেন্স যোদ্ধা’ হিসাবে সম্মান জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
নিহতের স্ত্রী লেবাননে রয়েছেন এবং বাংলাদেশ দূতাবাস তার সঙ্গে যোগাযোগ রাখছে বলে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
তিনি বলেন, তাকে জানানো হয়েছে যে চলমান সংঘর্ষের মধ্যে ফ্লাইটের অভাবের কারণে মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D