‘স্কয়ার মাতা’ অনিতা চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪

‘স্কয়ার মাতা’ অনিতা চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী আজ

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৩ নভেম্বর ২০২৪ : স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী অনিতা চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী আজ।

তিনি ২০২২ সালের ১৩ নভেম্বর দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর স্কয়ার হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস করেন।

অনিতা চৌধুরী বার্ধক্যজনিত শারীরিক অসুস্থ্যতার কারণে মারা যান। ‘স্কয়ার মাতা’ হিসেবে সুপরিচিত অনিতা চৌধুরীর বয়স হয়েছিল ৯০ বছর।

অনিতা চৌধুরী স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর মা।

২০১২ সালের ৫ জানুয়ারি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ৮৬ বছর বয়সে মারা যান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ