অপেক্ষা

প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪

অপেক্ষা

ফারজানা ফেরদৌস |

পথিক হেঁটে যায়,
ক্লান্তিহীন অবসাদহীন
দোকানের নিয়মিত লেনেদন
পাতার গায়ে অস্থির কম্পন।

তবুও মনে পড়ে এসেছিলে,
আর আসা হয় না তোমার।

সময় বেড়ে যায়, সরে যায় পথ
দূরত্বের হিসাব দ্বিগুন
চারগুন বহু গুন।

পাতারা বোঁটা ছেড়ে যায়
সুর্যের তীব্র আঘাত
আর আসা হয় না তোমার।

পোড়া রোদ, ক্লান্ত পথ
এলোমেলো বাতাস
তৃষ্ণার্ত প্রকৃতি শরীরে ঘাম
জলে নাভিতে শ্বাস
বিষন্নতা আমার
আর আসা হয় না তোমার।

কালো মেঘ, বজ্রপাত
আকাশভাঙ্গা বৃষ্টি
বেদনার জল, পিচ্ছিল পথ
আমার অনুরাগ
আর আসা হয় না তোমার।

কুয়াশা ঘিরে আছে
পাতারা ঝরে গেছে
শুকনো ডাল, রুক্ষ চারিধার
খসে পড়া ফুল।

অপেক্ষা আমার
আর আসা হয় না তোমার।

বাসর রাঙানো ফুল
রঙিন হয়েছে পথ
ঢেউ তোলা বাতাস
নবীন পাতার উৎসব
আমার অপরূপ সাজ
তুমি আসবে কি একবার?

এ সংক্রান্ত আরও সংবাদ