আগামীকাল শিক্ষাবিদ ও চিন্তক অধ্যাপক আব্দুর রাজ্জাক স্মরণে দুইদিনব্যাপী অনুষ্ঠানের শুরু

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৪

আগামীকাল শিক্ষাবিদ ও চিন্তক অধ্যাপক আব্দুর রাজ্জাক স্মরণে দুইদিনব্যাপী অনুষ্ঠানের শুরু

বিশেষ প্রতিবেদক | ঢাকা, ২৭ নভেম্বর ২০২৪ : জ্ঞানতাপস, শিক্ষাবিদ ও চিন্তক অধ্যাপক আব্দুর রাজ্জাক (১৯১২-১৯৯৯)-এর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুইদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রথম দিন বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৪) বিকেল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘সভ্যতার ভবিষ্যৎ’ বিষয়ে গুণিজন বক্তৃতা প্রদান করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
বক্তার পরিচিতি তুলে ধরবেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম।
স্বাগত ভাষণ দেবেন আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের ট্রাস্টি ডা. শাফকাত হোসেন খোন্দকার।

দ্বিতীয় দিন শুক্রবার (২৯ নভেম্বর ২০২৪) বিকেল ৫টায় বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত অধ্যাপক রাজ্জাকের স্মরণানুষ্ঠানে বক্তব্য রাখবেন লেখক ও গবেষক মফিদুল হক এবং ইতিহাস-রাজনীতি ও সমাজচিন্তক বদরুদ্দীন উমর।
স্মরণানুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন রাষ্ট্রবিজ্ঞানী ও জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সভাপতি ড. রওনক জাহান।
সভাপতিত্ব করবেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান।

আলোচনা অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। আপনি আমন্ত্রিত।

এ সংক্রান্ত আরও সংবাদ