বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৭ নভেম্বর ২০২৪ : নারীর প্রতি সহিংসতা: সমাধানে ১৬ দিনের প্রচারাভিযান’ উপলক্ষে ‘নারী চা শ্রমিক ও অন্যান্য কর্মজীবী নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য’ শীর্ষক সংলাপ এবং চা শ্রমিকদের নিয়ে প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৪) শ্রীমঙ্গলের ব্র্যাক লার্নিং সেন্টারে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে সংলাপ ও একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।
চা শ্রমিকদের নিয়ে সেড-এর জরিপ ও অনুসন্ধান-ভিত্তিক সদ্য প্রকাশিত ১৫২ পৃষ্ঠার বইটির মোড়ক উন্মোচন, টি ওয়ার্কার্স অব বাংলাদেশ: রিয়ালিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস (বাংলাদেশের চা শ্রমিক: বাস্তবতা ও চ্যালেঞ্জ), চা শ্রমিকদের আর্থ-সামাজিক অবস্থা, কর্মপরিবেশ, চা বাগানে শ্রম আইনের প্রয়োগ ও অপপ্রয়োগ, মজুরি, স্বাস্থ্য, নারীর প্রতি সহিংসতা, সামাজিক সুরক্ষা ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত ও বিশ্লেষণ তুলে ধরা হবে। বই-এ নারী চা শ্রমিকদের বিষয়ে বিশেষ নজর দেয়া হয়েছে।
আলোচনা পর্বে নারীকন্ঠ হিসাবে কথা বলবেন শ্রীমতি বাউরি, সহ-সভাপতি, জুড়ি ভ্যালী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বিসিএসইউ);
জেসমিন আক্তার, সহ-সভাপতি, বিসিএসইউ;
ইভান আহমেদ কথা, হিজড়া অধিকার কর্মী;
রাজিয়া সুলতানা, অধিকার কর্মীএবং হরিজন নারী প্রতিনিধি, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার
আলোচনা পর্বে সম্মানিত অতিথি এবং আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সাবেক মহাপরিচালক ড. মোহাম্মদ আব্দুল ওয়াজেদ;
মোহাম্মদ নাহিদুল ইসলাম, উপ পরিচালক, বিভাগীয় শ্রম দপ্তর, শ্রীমঙ্গল;
মিজ শাহেদা আকতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, শ্রীমঙ্গল;
মোহাম্মাদ মাহবুবুল হাসান, উপ-মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রীমঙ্গল;
মো. সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, শ্রীমঙ্গল;
ডা. সত্যকাম চক্রবর্তী, সাবেক সিভিল সার্জন, মৌলভীবাজার;
মাখনলাল কর্মকার, সভাপতি, বিসিএসইউ;
রামভজন কৈরী, সাবেক সাধারণ সম্পাদক, বিসিএসইউ;
নৃপেন পাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বিসিএসইউ;
এবং পরেশ কালিন্দি, অর্থ সম্পাদক, বিসিএসইউ।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
সেড-এর পরিচালক ফিলিপ গাইনের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়। রেজিস্ট্রেশন সকাল সাড়ে নয়টায়।