সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৮ নভেম্বর ২০২৪ : ৬ বারের সাংসদ, সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, অসাম্প্রদায়িক বাংলাদেশের নির্মাতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেননকে হেফাজতে ইসলাম কতৃর্ক ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মিথ্যা মামলায় জড়িত করায় বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এবং একইসাথে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্টির পলিটব্যুরো।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৪) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
পার্টির পলিটব্যুরোর বিবৃতিতে আরো বলা হয়, ২০১৩ সালে হেফাজতের সৃষ্ট ঘটনায় দায় তাদেরই। আইন—শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে তারা নিজেরাই নিজের কর্মী খুন করে এবং বায়তুল মোকারম এলাকায় আগুন লাগিয়ে কোরান শরিফ পুড়িয়ে যে তান্ডব সৃষ্টি করে ছিল এদেশের মানুষ সেই ইতিহাস ভুলে যায়নি।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহবায়ক মোস্তফা আলমগীর রতন কর্তৃক স্বাক্ষরিত ও প্রেরিত পলিটব্যুরোর বিবৃতিতে জননেতা রাশেদ খান মেননের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D