বছিলা’র মানুষের জীবন ও জীবিকা বিনষ্টকারী ওয়াকওয়ে অপসারণের দাবীতে মানববন্ধন কাল

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

বছিলা’র মানুষের জীবন ও জীবিকা বিনষ্টকারী ওয়াকওয়ে অপসারণের দাবীতে মানববন্ধন কাল

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৬ জানুয়ারি ২০২৫ : বুড়িগঙ্গা নদীপাড়ে বসবাসরত মানুষের জীবন ও জীবিকা বিনষ্টকারী ওয়াকওয়ে অপসারণের দাবীতে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং বছিলা এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) বিকাল ২টায় বছিলা পুরাতন প্রাইমারি স্কুল সংলগ্ন ওয়াকওয়ে এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত থাকবেন ধরা’র উপদেষ্টা ও জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, ধরা’র কেন্দ্রিয় সদস্য সচিব শরীফ জামিল, ইআরডিএ নির্বাহী পরিচালক মনির হোসেন চৌধুরী, এনডিএফ চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। এছাড়াও, পরিবেশকর্মী, সাংবাদিক, ধরা এবং বছিলা এলাকার নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।