কক্সবাজারে উপকূলের পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে স্থানীয় নেতৃত্ব বিকাশ শীর্ষক কর্মশালা

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

কক্সবাজারে উপকূলের পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে স্থানীয় নেতৃত্ব বিকাশ শীর্ষক কর্মশালা

বিশেষ প্রতিনিধি | কক্সবাজার, ৩০ জানুয়ারি ২০২৫ : কক্সবাজারে উপকূলের পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে স্থানীয় নেতৃত্ব বিকাশ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৫) ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশে এর যৌথ আয়োজনে কক্সবাজারের ইউনি রিসোর্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ধরা- কক্সবাজারের আহ্বায়ক এবং কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরা’র কেন্দ্রিয় সদস্য সচিব এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ এর সমন্বয়ক শরীফ জামিল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেল্প কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম। কর্মশালার সঞ্চালনা করেন ধরা- কক্সবাজারের সহ-আহ্বায়ক ফরিদুল আলম শাহিন। এ কর্মশালায় কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৩৫ জন পরিবেশ সংগঠক অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তাগণ বলেন, উপকূলীয় পরিবেশের বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রতিরোধমূলক ব্যবস্থা,স্থানীয় নেতৃত্ব বিকাশ ও কমিউনিটি সংগঠনের ভূমিকা, পরিবেশবান্ধব পর্যটন ও অর্থনৈতিক উন্নয়ন কৌশল, প্লাস্টিক দূষণ রোধ ও পুনর্ব্যবহারের কৌশল, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণের করণীয় স্থানীয় মানুষের কাছে তুলে ধরতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় পরিবেশ সংগঠকগণ কক্সবাজারের পরিবেশ সংরক্ষণে আগামী ১ বছরের কর্মপরিকল্পনা প্রণয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

এসময় অবিলম্বে বাঁকখালী নদীতে অবৈধ দখলদারদের তালিকা প্রনয়ন করে উচ্ছেদ, পাহাড় কাটা বন্ধ ও হাতিসহ অন‍্যান‍্য বন‍্যপ্রাণী সংরক্ষণে বনান্চল নিধন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ