সিলেট ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫
স্টাফ রিপোর্টার | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৪ ফেব্রুয়ারি ২০২৫ : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের যানজট নিরসন ও পর্যটকদের যাতায়াত সহজীকরণের লক্ষ্যে নতুন সংযোগ সড়ক (এন-২১৫) নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করেছেন।
জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন প্রেরিত প্রতিবেদনে বলা হয়, চায়ের দেশখ্যাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরটি মৌলভীবাজার জেলার আগমন ও প্রস্থানের গেটওয়ে। শহরটিতে বছর জুড়ে অসংখ্য পর্যটক সমাগম ঘটে। ঐতিহ্যবাহী এই শহরের মূল সড়কগুলো অত্যন্ত সরু এবং পাশাপাশি পর্যটকদের গাড়ির সংখ্যা বৃদ্ধির কারণে যানবাহনের চাপ বেড়ছে। ফলে শহরের প্রধান সড়কগুলোতে প্রায় সময় যানজট লেগে থাকে।
এছাড়া সড়কের উভয় পার্শ্বে গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা তথা সরকারি-বেসরকারি অফিস, শিল্প-কারখানা, দোকানপাট, শপিংমল, হোটেল, রেঁস্তোরা ও শিক্ষা-প্রতিষ্ঠান। ফলে প্রতিনিয়ত সৃষ্ট এই যানজটের কারণে শহরবাসী এবং পর্যটকগণ চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। যানজটের কারণে পর্যটকদের স্বাভাবিক যাতায়াত বিঘ্নিত হচ্ছে।
জেলা প্রশাসক জানান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের যানজট নিরসন ও পর্যটকদের যাতায়াত সহজীকরণের লক্ষ্যে নতুন সংযোগ সড়ক (এন-২১৫) নির্মাণের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তাবটি প্রধান উপদেষ্টা সদয় অনুমোদন করেছেন।
সূত্র জানায়, মন্ত্রি পরিষদ বিভাগ মাঠ প্রশাসন সংযোগ শাখা জানুয়ারি ২০২৫-এর পাক্ষিক গোপনীয় প্রতিবেদনের ভিত্তিতে গৃহীত প্রস্তাব বাস্তবায়ন বিভাগীয় কমিশনারগণের নিকট থেকে প্রাপ্ত জানুয়ারি ২০২৫-এর গোপনীয় প্রতিবেদনে মন্ত্রিপরিষদ বিভাগের নিম্নোক্ত প্রস্তাবটি প্রধান উপদেষ্টার সমীপে উপস্থাপন করা হয়।
উল্লিখিত প্রস্তাবের বিষয়ে ২ ফেব্রুয়ারি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক বাস্তবায়ন অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানান সিনিয়র সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D