সিলেট ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | লক্ষ্মীপুর, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ : বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দলের কেউ বোমাবাজি, চাঁদাবাজি ও সালিশ বৈঠকের মাধ্যমে সমাজকে কলুষিত করার চেষ্টা করলে, তা প্রতিহত করা হবে।
তিনি বলেন, দলের মধ্যে কেউ অপকর্ম করলে তিনি ক্ষমা পাবেন না। এটা সবাইকে মানতে হবে। কারণ আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য আছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্য শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, আওয়ামী লীগ লুটপাট ও গুম-খুন করেছে। নির্বাচনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, জনগণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীদেরকে জিম্মি করেছে। জিম্মি করে তারা লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করেছে।
এ্যানী আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে সাধারণ মানুষের গভীর সম্পর্ক ছিল। বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব, দেশের মানুষের প্রতি দরদ ও তাঁর স্বাভাবিক রাজনীতি মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করেছে।
তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথায় মানুষ ভরসা করছে। তিনি দলে কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেবেন না। তারেক রহমান ও বিএনপি সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা বিএনপি’র পক্ষেই সম্ভব।
দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম বেল্লাল হোসেনের সভাপতিত্বে স্কুলটির প্রধান শিক্ষক মো. হানিফ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D