সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫
পলাশ চৌধুরী | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৭ ফেব্রুয়ারি ২০২৫ : একেবারে তৃণমূল থেকে প্রায় পাঁচশতাধিক শিশু-কিশোর আবৃত্তিকার নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব-১৪৩১।
ভাষার মাসে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৫) উৎসবটি অনুষ্ঠিত হবে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মুক্তমঞ্চে। প্রথাগত প্রতিযোগিতা ও আনুষ্ঠানিকতার অনেকটাই ঝেড়ে ফেলে আয়োজকরা মনোনিবেশ করেছেন প্রতিভাবান আবৃত্তিশিল্পীকে খুঁজে বের করতে।
উৎসবের প্রধান সংগঠক ও আবৃত্তিকার দেবাশীষ দাশ জানান, প্রায় একমাস যাবৎ শ্রীমঙ্গল উপজেলার প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আবৃত্তি প্রতিযোগিতার মাধ্যমে মূল প্রতিযোগিতায় উঠে এসেছে আবৃত্তিশিল্পীদের আগামী প্রজন্ম। প্রতিযোগিতার মান নির্বাচনেও আছে ভিন্নতা।
আবৃত্তি উৎসব উপলক্ষে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হয় ১৬টি ভেন্যুতে ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক প্রতিযোগীর মধ্যে প্রাথমিক বাছাই। বাছাই শেষে পরবর্তী ধাপে ২৭১ জন চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নির্বাচন করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের যে কোনো কবিতা থেকে আবৃত্তি প্রতিযোগিতার মাধ্যমে উৎসবের প্রতিযোগিতা শুরু হয় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে।
এতে অংশগ্রহণ করে দেওয়ান শামছুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভুরভুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পৌরসভা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভাড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভাড়াউড়া চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়, যোগেন্দ্র মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, নটরডেম স্কুল এন্ড কলেজ, রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুল এন্ড কলেজ, চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিটিআরআই উচ্চ বিদ্যালয়, বর্ডারগার্ড পাবলিক উচ্চ বিদ্যালয়, হাজী রশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়, বেগম রাছুলজান আব্দুল বারী উচ্চ বিদ্যালয়, মহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়, বিষামণি উচ্চ বিদ্যালয়, বর্ডারগার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভুনবীর দশরথ উচ্চ বিদ্যালয়, ধোবারহাট বাজার উচ্চ বিদ্যালয়, মির্জাপুর উচ্চ বিদ্যালয়, বৌলাশীর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, আসিদউল্লাহ উচ্চ বিদ্যালয়, সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা, আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয়, সাতগাঁও উচ্চ বিদ্যালয়, সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়, শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা, গাউছিয়া শাফিকিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা, উত্তরসুর কুলচন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়, আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়, হুগলিয়া উচ্চ বিদ্যালয়, রানার উচ্চ বিদ্যালয়, ডোবাগাঁও বাহারুল উলুম দাখিল মাদ্রাসা, শ্রীমঙ্গল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়, ভৈরবগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, বরুনা হাজী জালালউদ্দিন উচ্চ বিদ্যালয়, সিরাজনগর গাউছিয়া জে এস এস আর মাদ্রাসা, শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল সরকারী কলেজ, দ্বারিকাপাল মহিলা কলেজ, উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ কলেজ ও দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা।
শ্রীমঙ্গল আবৃত্তি সংসদের আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত আবৃত্তি উৎসবে অংশ নিচ্ছেন প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শ্রীমঙ্গলে রীতিমতো উৎসবের আমেজে আছে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা।
তথ্য সহায়তা ও কৃতজ্ঞতা: দেবাশীষ দাশ উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D