বঙ্গবন্ধুর বাড়ী গুড়িয়ে দেওয়াসহ ৫-৬ ফেব্রুয়ারি তান্ডবের তীব্র নিন্দা ও ক্ষোভ ওয়ার্কার্স পার্টির

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫

বঙ্গবন্ধুর বাড়ী গুড়িয়ে দেওয়াসহ ৫-৬ ফেব্রুয়ারি তান্ডবের তীব্র নিন্দা ও ক্ষোভ ওয়ার্কার্স পার্টির

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ : রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার নামে পুনরায় ৫ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মারক ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু বাড়ীতে আগুন, বুলডোজার ক্রেন দিয়ে খোদ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সামনে গুড়িয়ে দেওয়া হলো, তা ইতিহাসে এক ন্যাক্কারজনক কালো অধ্যায়ের সূচনা করলো। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।

পার্টির পলিটব্যুরোর বিবৃতিতে বলা হয়, ৫-৬ ফেব্রুয়ারি দু’দিন ব্যাপী ছাত্র-জনতার ব্যানারে বুলডোজার কর্মসূচি একটি পরিকল্পিত জংগীবাদী কর্মসূচি। পাকিস্তানী চেতনাগত ভাবে ‘৭১-র মুক্তিযুদ্ধ, স্বাধীনতার স্মারক ঐতিহ্য, সংস্কৃতি, বাংগালী জাতিসত্বার প্রাণ, ‘৭২-এর সংবিধান সবকিছুর বিরুদ্ধে দাড়িয়েছে। ‘৭১ এর গণহত্যার সঙ্গে জড়িত সেই শক্তিটি বর্তমানে রাষ্ট্রযন্ত্রের ভেতরে এবং অন্তবর্তী সরকারের মধ্যে জায়গা করে নিয়ে প্রতিপক্ষ অসাম্প্রদায়িক শক্তি নিধনে নেমেছে। দু’দিন ব্যাপী সারাদেশে যে তান্ডব চালানো হলো তা সরকার প্রশাসন তাকিয়ে দেখলো, কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করলো না পর্যন্ত। সরকারের এই নির্লিপ্ততা ঐ অপশক্তিকে এক ধরণের মদদ প্রদান ছাড়া আর কিছুই নয়। সরকারের এই ভূমিকারও নিন্দা জানায় ওয়ার্কার্স পার্টি। অনতিবিলম্বে ২দিনব্যাপী সারাদেশে ঘটে যাওয়া সন্ত্রাস নৈরাজ্য, মানবাধিকার লংঘনের জন্য আন্তর্জাতিক তদন্তের দাবী করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ