নৈরাজ্য প্রতিরোধে সরকারকে জনআস্থার পরিচয় দিতে হবে: সাইফুল হক

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫

নৈরাজ্য প্রতিরোধে সরকারকে জনআস্থার পরিচয় দিতে হবে: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫ : অরাজকতা ও নৈরাজ্য প্রতিরোধে সরকারকে জনআস্থার পরিচয় দিতে হবে বলে জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। তিনি বলেন, দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারকে দক্ষতা ও যোগ্যতার পরিচয় দেয়া প্রয়োজন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৫) সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে “নিত্যপণ্যের দাম কমাও, মুনাফাখোর সিন্ডিকেট ভেঙ্গে দাও, ভ্যাট ও করের বোঝা থেকে মানুষ বাঁচাও, দ্রুত সংস্কার সম্পন্ন কর, জাতীয় নির্বাচনের ব্যবস্থা কর”- এইসব দাবীতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে জনআস্থার মর্যাদা দিতে হবে। সরকার হিসাবে তারা দুর্বল ও অকার্যকর- এরকম ধারণা বাড়তে থাকলে তাদের সফল হবার সম্ভাবনা কমে যাবে। অরাজকতা ও সামাজিক নৈরাজ্য প্রতিরোধে তারা যদি দৃঢ়তার পরিচয় দিতে না পারেন তাহলে রাজনৈতিক দল ও জনগণের সমর্থন থাকা স্বত্বেও তারা গণতান্ত্রিক উত্তরণে নেতৃত্ব প্রদানে ব্যর্থ হবেন। গত দুই দিনে ঢাকাসহ দেশব্যাপী সংগঠিত অরাজক পরিস্থিতিতে এই ধারণা আরও প্রবল হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে দেশ পরিচালনায় দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিতে হবে।

কমরেড সাইফুল হক বলেন, অনভিপ্রেত অস্থিতিশীল পরিস্থিতিতে একদিকে বহুমুখী ষড়যন্ত্রের শক্তি শক্তিশালী হবে, আর অন্যদিকে গণঅভ্যুত্থানের অর্জন হাত ছাড়া হয়ে যাওয়ার ঝুঁকিও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, ছাত্র জনতা ফ্যাসিস্টদের পথ অনুসরণ করতে পারেনা। এই ধরনের কর্মকান্ড একদিকে সামাজিক নৈরাজ্যেরই বিস্তার ঘটাবে, আর অন্যদিকে গণঅভ্যুত্থানের অংশীজন ও জনগণের মধ্যে ঐক্যের পরিবর্তে আরও বিভক্তি ও বিভাজন তৈরি করবে।

পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি কমরেড মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মো. সালাউদ্দিন মিয়া, মীর রেজাউল আলম, অ্যাডভোকেট ফায়েজুর রহমান মনির, বাবর চৌধুরী, জামাল সিকদার হোসেন খান, রাজেস খান, মোহাম্মদ মিলন, জামিলুর রহমান ডালিম, আরিফুল ইসলাম, সাজ্জাদুল করিম আলভী প্রমুখ।

সভায় আগামী ১৫ ফেব্রুয়ারী পার্টির ঢাকা মহানগর কমিটির সমাবেশ সফল করতে সবার প্রতি আহ্বান জানান।

 

এ সংক্রান্ত আরও সংবাদ