দুদিন ধরে দেশের সর্বনিম্ন ৮.৫ ডিগ্রি তাপমাত্রা শ্রীমঙ্গলে

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

দুদিন ধরে দেশের সর্বনিম্ন ৮.৫ ডিগ্রি তাপমাত্রা শ্রীমঙ্গলে

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৯ ফেব্রুয়ারি ২০২৫ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

গতকাল শনিবারের পর আজ রোববারও সকাল ৯টায় এখানে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ ভোর ৬টায়ও একই তাপমাত্রা ছিল।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আনিসুর রহমান এই তথ্য জানিয়েছেন।

আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমান বলেন, গতকাল সকালের মতো আজও শ্রীমঙ্গলে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আরও কয়েক দিন তাপমাত্রা এ রকমই থাকতে পারে। তাপমাত্রা কম থাকলেও সকাল থেকে সূর্যের দেখা মিলেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ