কৃষকের আলু হিমাগারে সংরক্ষণের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

কৃষকের আলু হিমাগারে সংরক্ষণের দাবিতে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক | গাইবান্ধা, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ : গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবস্থিত হিমাদ্রি কোল্ড স্টোরেজে আসেন স্থানীয় কৃষকরা। সেখানে আলু সংরক্ষণের বুকিং স্লিপ না পেয়ে হতাশায় পড়েন। সম্প্রতি এ ঘটনার শিকার কৃষকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই একপর্যায়ে মহাসড়ক অবরোধ করেন তারা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে রংপুর-ঢাকা মহাসড়ক গোবিন্দগঞ্জে অবরোধ করে ঘণ্টাব্যাপী আলুর রাখার জন্য বুকিং স্লিপের দাবি জানানো হয়।

কৃষকরা জানান, কোল্ড স্টোরেজের দায়িত্বশীলদের কারসাজিতে কৃষক পর্যায়ে আলু সংরক্ষণ নিচ্ছেন না। বুকিং শেষ হওয়ার অজুহাত দেখিয়ে এ পরিস্থিতির সৃষ্টি করেছেন। এবার ব্যাপকহারে আলু চাষ হওয়ায় প্রকৃত কৃষকরা যদি আলু মজুদ না করতে পারে তাহলে ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে স্লিপ চলে গেলে এবারও ৭০ টাকায় আলু খেতে হবে ভোক্তাদের। তাই তারা এসব সিন্ডিকেট ভাঙ্গীয়ে প্রকৃত কৃষকের মাঝে আলুর বুকিং দেওয়ার দাবি জানান।

এদিকে, সড়ক অবরোধের খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মেহেদি হাসান, গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেয়।