সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫
মো. আফজল হোসেইন, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২০ ফেব্রুয়ারি ২০২৫ : শ্রীমঙ্গল উপজেলার দিলবরনগর এলাকার ছাত্র-জনতা সম্প্রতি স্থানীয় রিসোর্ট ব্যবসায়ী নজরুল ইসলাম শাহীনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। তাদের দাবি, শাহীন দীর্ঘদিন ধরে রিসোর্ট ব্যবসার আড়ালে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছেন এবং এর প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) শ্রীমঙ্গল শহরের চৌমুহনায় দুপুর ১২টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ও এর প্রত্যাহার দাবীতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দিলবরনগর এলাকার ছাত্র, নারী,পুরুষসহ শতাধিক লোকজন।
দিলবরনগর এলাকার বাসিন্দারা নজরুল ইসলাম শাহীনের রিসোর্টে মদ, জুয়া এবং পতিতাবৃত্তির অভিযোগ তুলেছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে এর প্রতিবাদ করেও কোনো ফল পাওয়া যায়নি। গত ৫ আগস্ট স্থানীয় ছাত্র-জনতা রিসোর্টে অভিযান চালিয়ে ৫ জন পতিতাকে আটক করে এবং উত্তেজিত জনতা রিসোর্টটিতে ভাঙচুর চালায়। এই ঘটনার জের ধরে রিসোর্ট মালিক নজরুল ইসলাম শাহীন এলাকাবাসীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করেছেন বলে অভিযোগ উঠেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, এরফলে এলাকায় পুরুষশূন্যতা দেখা দিয়েছে এবং নাগরিকদের আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষমতা কমে যাবে। তারা আরও বলেন, অপরাধীরা আইনের হাত থেকে বাঁচতে পারলে এবং অবৈধ উপায়ে অর্থ ও সামাজিক মর্যাদা লাভ করলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে।
বক্তারা আরো বলেন অবিলম্বে দিলবরনগর এলাকার সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে মূল অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। তারা বলেন, যদি এই দাবি পূরণ না হয়, তাহলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। দিলবরনগর এলাকার ছাত্র-জনতার এই মানববন্ধন স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে পদক্ষেপ নেবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন।
এবিষয়ে রিসোর্টের মালিক নজরুল ইসলাম শাহীনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D